আয়রে খোকা আয়রে খুকী
ঘুমের দেশে যাই,
যে দেশের লোকেরা সব
দিবা নিদ্রা যায় ।
ভাবছো তোমরা ?
নয়ন খাড়া ?
জেনে খুশি হও তোমরা ।
কমলা লেবু পৃথিবী
এপিট আঁধার ওপিট আলো,
আমেরিকায় দিন যখন
মোরা আঁধারে কালো,
আমেরিকায় রাত যখন
আমরা পাই আলো,
বুঝছো কি খোকা খুকী
এবার দেখি বলো ?