এক রাজ্যে ছিল, এক মায়াবী রাণী,
তার মায়ার কথা, কেউ নাহি জানি ।
সেই রাজ্যে ছিল, অনেক প্রজাদের বাস,
কিন্তু তাদের দুঃখে কাটতো বারো মাস ।

রানীর মায়ার জালে সবাই মোহিত,
মায়াবীর মায়া কেউ নাহি বুঝিত ।
প্রতিটি ঘরে ছিল, ঘনো মেঘের ছায়া,
সব ছিল মায়াবীর মায়া ।

একে একে সরে যায় প্রিয় আপনজন,
আঘাতের পর আঘাত, বিস্বাদে ভরা মন ।
চারি পাশে মায়া জলে ঘেরা,
মনে হয় সুন্দর, কিন্তু সব কিছু ছেঁড়া।

এমনি করে কেটে গেল বহু দিন বহু বছর,
কবে আসবে, মুক্তির হাতছানিতে নবীন সূর্যের ভর।
তার পর না জানি, কি গেলো হয়ে,
মায়াবী রানীর, দিন কাটে ভয়ে ভয়ে।

মানবের অশ্রু জল আর অটুট ভক্তি,
বিনষ্ট হয়ে গেল মায়াবীর সকল শক্তি।
মায়াবীর মায়া গেলো সরে,
রাজ্য বাসি আছে আনন্দে আর উল্লাসে ভরে ।।