সাজানো ঘর আজ ভেঙ্গে হলো ছিন্ন,
মনেরই অজান্তে হয়েছি ভিন্ন ।
কি করে মেটাবো মনেই এই যন্ত্রণা,
জীবনের কাছে আমি হয়ে গেছি অজানা।
যা কিছু আছে পরে সেতো শুধু বেদনা,
ভেঙ্গে গেলো সবকিছু মন তো মানে না।
চারি দিকে এতো আলো তবু কেন এ আঁধার,
দুঃখ কি শুধুই খুঁজে পেলো আমার।
চাই নি তো অনেক কিছু কি যে পেলাম,
কোন অপরাধে আমি সবই যে হারালাম।
সেদিনের সেই স্মৃতি আজও ভেসে আছে ,
স্বপ্ন যা কিছু ছিল মর সবই ভেঙে গেছে।
আজ আমি হয়েছি এতটাই নিঃস্ব,
পড়ে আছি একা আমি অজানা বিশ্ব।
কে যে ছিল আপন মর কে ছিল পর ,
সব কিছু মুছে দিয়ে ভেঙে গেলো ঘর।
চোখেরই অশ্রু আজ হয়েছে সঙ্গী,
হারানো সেই দিন গুলো ফিয়ে আর পাবো কি।
আজ আমি হয়েছি ভালোবাসার ভিখারী,
বুক ভাঙ্গা যন্ত্রণা সহিতে আর নাই পারি।
একদিন আমি সকিছু ভুলে চলে যাবো বহুদূরে,
যেখান থেকে আর আসা যাবে না তো ফিরে।
সেদিন অশ্রু যাবে মুছে দুঃখ দেবে ছাড়ি,
যেদিন সেই দুর অজানা দেশে দেবো আমি পাড়ি।।