সময় হল বড় কঠিন পরিস্থিত
যা আপন নিয়মে বয়ে যায় ।
তার গতি প্রকৃতির মাঝে
কত না জানি কি হয় ।।
মনে পড়ে সেদিনের,
পড়ন্ত বেলায়, কখনো খেলার মাঠে ।
কখনোবা ঘুরে বেড়াতাম,
খোলা আকাশে প্রকৃতির সাথে ।।
তাই বিদ্যালয় আমাকে ভালবাসলেও
বাসতে পারিনি আমি তাকে ।
মুক্ত ছিলাম আমি সর্বদাই,
শিক্ষার বেড়াজাল থেকে ।।
কতনা ছিল মোর সাথী
ছিল মোর কত আপন জন ।
শিক্ষার বেড়াজাল থেকে মুক্ত আমি
মজায় থাকতাম আমি সর্বক্ষণ ।।
সত্যি বলতে শান্ত ও রসিক আমি,
সুন্দর প্রেমিকও তো বটে ।
সময় কাটাতাম আনন্দ, মজা,
অফুরন্ত ভালোবাসার সাথে ।।
কর্ম ব্যস্ততা থাকলেও
মনে ছিল না কোনো বিশ্বাদ ।
কোন কিছুর মাঝে
ছিলনা এতোটুকু অবসাদ ।।
তারপর না জানি
কোথা থেকে কি গেল হয়ে ।
সেখান থেকে আজও বন্দি আমি
সময় কাটে মনের অস্থিরতা আর ভয়ে ভয়ে ।।