শৈশবে কত না ছিঁড়েছি
বইয়ের পাতা ।
কতনা নষ্ট করেছি
পেন খাতা ।।
তবুও এতোটুকু পাইনি
শিক্ষা আমি ।
কোথায় আছে শিক্ষার
ছোঁয়া তা নাহি জানি ।।
ছিঁড়ে ফেলা বইয়ের পাতা তে
আছে শিক্ষকতা ।
সেকথা অজ্ঞাত মোর
তাই ছিঁড়েছি বই খাতা ।।
জ্ঞানের আলো ফুটলো
যখন মোর মনে ।
তখনই বুঝলাম যে
এ আলোর দ্বীপ জ্বালাইলো কোন জনে ।।
শিক্ষার জন্য আছে পুস্তক
আছে বিদ্যালয় ।
আছে সেই মহান জ্ঞানী জন
যিনি দূর করেছেন সব ভয় ।।
ঈশ্বরের প্রতি রূপে
আসিয়াছেন শিক্ষার্থীদের জীবনে ।
তিনি হলেন শিক্ষক
যিনি বোঝান শিক্ষার মানে ।।
যাদের জন্য এই শিক্ষা
দর্শনে পেয়েছি জ্ঞান ।
চিরদিন রইল তাদের জন্য
সহশ্র সহশ্র প্রণাম ।।