জনপ্রিয়তা, শব্দটির অর্থের মাধুর্য
প্রবল সংকটের সমুখিন,
বীভৎস কালো মেঘের আড়ালে
তার সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বিলীন।
জনপ্রিয়তার অন্যতম বৈশিষ্ট্য হল
বহু হৃদয়ে ক্ষুদ্রতম স্থান পাওয়া,
জনো হৃদয়ের মাঝে
নিজ কর্মের উপস্থাপন হওয়া।
প্রমাণ স্বরূপ বলা যায়,
বহু গুণী ব্যক্তির কথা,
যাদের অপরূপ আচরণে,
রন্ধে রন্ধে ভরেছে জনপ্রিয়তা ।
আজ সেই জনপ্রিয়তার স্রোত
কোথাও এতটুকু হয়েছে স্তব্ধ
বর্তমান জনপ্রিয়তার আলোড়নে
অতিত জনপ্রিয়তার দ্বার রুদ্ধ।
বর্তামান বলতে যা বুঝি লজ্জা,
আর আত্মসম্মানকে বিসর্জন দেওয়া,
অশ্লীল ভাষা আর অর্ধনগ্ন ছবি
কিছু সামাজিক মাধ্যমে তুলে ধরা।
সত্যিই কি নিদারু এই
বর্তমান সমাজের জনপ্রিয়তা,
যার দ্রুত জোয়ারে স্রোতে
ভবিষ্যদ পোজন্ম পাবে প্রবণতা।
এখন থেকে আমরা একে অপরের
যদি না হই সচেতন,
তবে ভবিষদের আর থাকবে না
এতটুকু লজ্জা নিবারণ।
থাকবে শুধু চারিদিকে একরাশ
কঠিন নিরব যন্ত্রণা
গোপনীয়তা হবে বিনষ্ট
যার কিছুই রবে না।
যে সব সামাজিক মাধ্যম গুলি
এই অশ্লীলতাকে দিয়েছে প্রশয়,
তারাও ভবিষ্যতের কথা মাথায় রেখে
তাদের মাধ্যমগুলি করুক নির্ময়।।।