আমি এক ক্লান্ত ও ক্ষুধার্ত
পথভ্রষ্ট ফেরিওয়ালা,
কতনা গ্রামে এ প্রান্ত থেকে ও প্রান্তে
অবিরত পথচলা ।
সারাটা দিন কেটে যায়
কতনা গ্রাম ঘুরে,
সাঁঝের আকাশে ক্লান্ত শরীর
নিয়ে ফিরে আসি ঘরে ।
ঘরেতে মোর ছোট্ট খোকা
বাবা বাবা ডাকে,
ক্লান্ত শরীরে দুহাত বাড়িয়ে
কোলে তুলে নিয়েছি তাকে ।
খোকনের সাথে ওরা ও থাকে
পরিবার-পরিজন,
ওদের সাথে একটু সময়ে
হালকা হয় মন ।
রাত যত গভীরতা বারে
নিদ্রা ডাকে মোর,
একটুখানি বিশ্রামের পর
আবার উঠিবো ভোর ।
বছরের-পর-বছর এমনি
করে কেটে যায় মোর,
সঠিক সময়ে ঘুম আসেনি
কত না প্রহর ।
অনেক সময় অতিবাহিতর পর
সময় হয়েছে এবার,
অবসরের দিন এসেছে
এই ফেরিওয়ালার ।।