আজিকার শুভ ক্ষণে মাগো তোমার গর্ভ হতে,
আসিয়াছি এই ধরাতলে,
সেদিনের মিষ্টি হাসি দেখলেও পারিনি বুঝতে,
তখন আমি নবজাত শিশু রূপে ।
তার পর একটু একটু করে,
ছোটো থেকে বড় হওয়া,
মা তোমার হাত ধরে কঠিন থাকে সহজ,
শুরু হলো পথ চলা।
আজও হেঁটে চলেছি অবিরাম,
জীবন সংগ্রামের পথে,
মা, শান্তি কোথায়? অন্যের চোখ রাঙানিতে ক্লান্ত আমি,
ভুলে গিয়েছি জীবনের আসল মনে।
আমার পথ চলা হয়েছে দুর্গম,
ভুলতে শিখেছি অনেক কিছুই,
ভুলতে পারিনি তোমাকে মা,
তুমি ছাড়া মা এ জীবন ব্যর্থই।
তোমার মত কেউ রাখেনি মনে,
ভুলতে ও পারিনি এই দিন,
অন্য কেউ হয়তো রাখেনি মনে,
সকলের কাছে হয়েছি বিলীন।
কিন্তু মা আমি তোমার কাছে চির নবজাত,
তোমার আঁচল ছিল সর্ব শ্রেষ্ঠ আশ্রয়,
তোমার হাতের ছোঁয়া শ্রেষ্ঠ সম্বল,
তোমার কণ্ঠস্বর হাজার মধুর ধ্বনির চেয়ে ও মলয়।
তবে কেনো মা, আমি এত অসহায় ?
কেনো চোখের পাতায় অশ্রুর প্রাবলন ?
তুমি মোর পাশে নেই তাই তো,
অসহায় হয়েছে মোর জীবন।
তুমি নেই, সেটা ছিল না,
মোর এতটুকু জানা,
মা কখনো সন্তানের থেকে,
দূরে যেতে পারে না।
আজও অবিরত মোর অন্তর,
মাকে চলেছে খুঁজে,
মা ও মা তোমার স্নেহ,
আর ভালোবাসার টানে।
একটিবার এসো মা, তোমার শান্ত,
শীতল, কমল হতে,
আজিকার দিনটি সুন্দর থেকে অতি সুন্দর হোক
মাগো তোমারি সাথে ।
জানি আর হবার নয়,
আর হবে ও না কোনো দিন,
তুমি আছো পাশে মোর, এই সারণে,
পালন করে যাবো আমার জন্মদিন ।।