তুমি কি তা তুমি ও জানোনা,
তোমার মূল্য কত খানি তাও বোঝাতে পারিনা।
পারিনা বলতে তুমিই সুখ ও শান্তি,
তোমার স্নিগ্ধ কণ্ঠে জুড়ায় ক্লান্তি।
তুমি যদি সূর্য হতে, তোমার আলো গায়ে জোড়াতাম,
চাঁদের আলোর সুখ নাহি পেতাম।
তুমি যদি হতে পূর্ণিমার প্রকৃতির অপরূপা,
তাহলে দিনের আলো থেকে দূরে থাকা।
তুমি যদি নদী হতে, মাছ হয়ে খেলতাম,
স্থলের মায়া ভুলে যেতাম।
তুমি যদি বৃক্ষ হতে, তোমার তোলে ছায়া নিতাম,
পাখি হয়ে উড়ে বেড়ানো সুখ নাহি পেতাম।
তুমি যদি বৃষ্টির হতে, তোমার জড়িয়ে গা ভেজাতাম,
বসন্তের কোকিলের কুহু ভুলে যেতাম।
তুমি তো একক না তুমি অসীম,
তোমারি মাঝে সবই বিলীন।
কারণ তুমি আমার বন্ধু, বন্ধু মানে এ জগৎ
বন্ধু মানে সমস্ত বিপদের রোদ।
বন্ধু মানে সর্ব সুখের ছায়া,
বন্ধু মানে হৃদয়ের অন্তস্থলের মায়া।