আমি মেয়ে, আমি সেই মেয়ে,
যার জন্ম হয়েছিল প্রত্যন্ত গ্রামে,
এক সাধারণ গরীব পরিবারে।
আমি মেয়ে, আমি সেই মেয়ে ।
আমি বাবা মায়ের ছোটো মেয়ে,
আমি ছোটো তাই একটু অদূরে।
আমি সহজ, সরল, একটু বোকাটে,
বেশি দুর পড়াশোনা হয়নি, দারিদ্রতার কারণে,
আমাদের সংসার চলতো অভাব অনটনে।
অবশেষে মায়ের কাজ তুলে নিলাম হাতে,
আমি মেয়ে, আমি সেই মেয়ে।
আমার বয়স যখন পনেরো ষোলতে,
তখন আমি যুবতী নারী, ভরপুর অপরূপ রূপে।
কিন্তু রূপের অহঙ্কার আসেনি কোনো দিনে,
অহঙ্কার! অহঙ্কার করবো আমি যে রূপ নিয়ে,
সেই রূপে চন্দের মতো ক্ষত রয়ে গেছে।
তাইতো, রূপের অহঙ্কার আসেনি কখনো যে কারণে,
আমি মেয়ে, আমি সেই মেয়ে ।
আমি জন্মে ছিলাম, ঠোঁট কাটা নিয়ে,
তাই ডাকতো সকলে ঠোঁট কাটা নাম দিয়ে।
ভালো নামে চিন্তনা অনেকে,আমি সেই মেয়ে।
বিবাহের জন্য বাবা চলেছে পত্রের সন্ধানে,
কতো জন যায়, আর কত জন আসে।
ফিরে যায় সকলে, একই কারণে,
অনেক সন্ধানে পর, পাত্র মিলল অবশেষে।
তাকেই পেয়েছি যে ছিল আমারি ভাগ্যতে,
শুভক্ষণ সম্পূর্ণ হলো শুভ দিন দেখে,
আমি মেয়ে, আমি সেই মেয়ে।
হলুদের গন্ধ কাটেনি তখনও শরীরে,
ভয়ে আমি ভিত শারীরিক নির্যাতনে।
কারণ ছিল অনেক, বেকার তো বটে,
অনেক অত্যাচার, লাঞ্ছনা সহ্য করে,
দুটি বছর কাটলো চোখের জলে।
পিতা গেলো চলে, পুত্র আসলো কোলে,
আমি মেয়ে, আমি সেই মেয়ে।
আমি আর পারছিনা, পারবো কেমন করে,
যা ছিল যন্ত্রণা, তা দিয়েছে দ্বিগুণ করে।
আমি ভয়ে ভীত, বুকে একরাশ যন্ত্রণা নিয়ে,
বাচ্ছা যখন কাদে খিদের জ্বালাতে।
মা হয়ে আমি সইবো কেমনে,
আমি আর বাচ্ছা দিন কাটে অনাহারে,
আমি মেয়ে, আমি সেই মেয়ে।
সমস্ত মায়া ত্যাগ করে, দাদার কাছে এলাম ফিরে,
একটু বাঁচার আশায় ভালো করে।
একি! এতো আরো বেশি জ্বালা এখানে,
সত্যিই পারছিনা আর, পারবোই বা কেমন করে,
স্বামী যে নেশায় মগ্ন, কিছুই করে না যে ।
পিতা ও নেই আর, দাদার ও পরিবার আছে,
সমস্ত দিক থেকে আমি নিঃস্ব, হ্যাঁ আমি সেই মেয়ে।
আমি সেই মেয়ে, কোষ্ঠ ও লজ্জিত যাকে দেখে।
তবে আর না, অনেক হয়েছে,
এবার শক্ত হতে ধরবো লাঠি, উঠবো আমি জেগে।
করবো প্রতিবাদ, কোনো ভয় না পেয়ে,
আমি মেয়ে, আমি সেই মেয়ে।
আজ অনেক দিন পর আমি সুখী, সমস্ত দুঃখ কে জয় করে।
আজ আর নেই কষ্ট, অধিক পরিশ্রমের ফলে।
ছোট্ট খোকন গুটি গুটি পায়ে যায় স্কুলে,
সে আর থেকে না অনাহারে, আমি সেই মেয়ে।
আমার মত কতো অনাহারে থাকা নির্যাতিত মেয়ে,
অত্যাচারে থেকে মুক্তি পেতে শেষ করে নিজেকে।
তাদের জন্য একটাই কথা, ভেবোনা সমাধান মরণে,
জীবন টা অনেক মূল্য, রেখো তাকে যতন করে ।
আমি মেয়ে, আমি সেই মেয়ে, হ্যাঁ আমি সেই মেয়ে।।