দেখতে দেখতে কেটে গেল
কত দিন কত মাস,
মহামারীর কবলে বন্ধ স্কুল
ছাত্ররা পেয়েছে অবকাশ ।
চারি দিকে শুধু হাহাকার
বাস্তব জীবনে ভয়ংকর চিত্র,
স্কুল, কলেজের তালাতে মরচে
ধরেছে সর্বত ।
দূরত্ব হয়েছে ছাত্র ও শিক্ষকের
সুমধুর সম্পর্কে,
কত ছাত্রের মনোবল
নষ্ট হয়েছে ।
ধুলোর চাদর গায়ে জড়িয়ে
ঘুমিয়ে আছে ক্লাসের ঘরগুলি,
অন্ধ ঘরে বন্দি বই
কেউ নাই খুলি ।
আর কতদিন কত রজনী
এমনি করে রবে,
একই সাথে প্রার্থনা
হবে আবার কবে ।
সেই দিনটির স্বপ্ন দেখি
প্রতি ক্ষণে ক্ষণে,
এই বুঝি খুলল স্কুল
হয় বারে বারে মনে ।
চাইনা আর পেতে মোরা
পরীক্ষা হিন পাস,
কবে আসবে সেই দিন
মুক্তি পাবে রুদ্ধশ্বাস ।
সেই দিনটির অপেক্ষায়
প্রার্থনা করি করজোড়ে,
স্কুলের দরজা খুলে যাক
ধ্বংস হোক মহামারী প্রতি ঘরে ঘরে ।