আগুনের লেলিহান শিখার ন্যায়
মনে রেখো ফুলের বাগান,
হে অবাক পৃথিবী মনে রেখো আমায়
সন্তান হারা স্বজন হারা এই প্রতিবাদ;
আমার ভষ্মতার শেষ পরিণয়।
চোখে চেয়ে দেখেছি সন্তান নিস্তেজ হতে
দেখেছি স্বজন কীভাবে পুড়ে ছাই ভষ্ম হয়,
আপনের ছোটাছুটি বাঁচার তীব্র ইচ্ছায়
এগুতে পারেনা আর চিৎকার যন্ত্রণায়;
যে জ্বলন যন্ত্রণায় তোমাদের দাহ্য হয়।
সভ্যতার সর্বভুক আগুনে সব পুড়ে যায়
স্বপ্নগুলো ছাই হওয়া আমি দেখেছি
তোমরাও দেখেছো নিশ্চয়,
আমার চোখের আলো নিভে যেতে যেতে
আমি দেখেছি ফুলকি নয়-
সাজানো ফুলের বাগান, দেখেছি মালি
পাখি, প্রজাপতি আর শুনেছি অস্ফুট আহ্বান;
স্থির দাঁড়িয়ে থেকেই ছাই ভষ্ম হয়ে
গাই সভ্যতার জয়গান।
ট্রেন, বাস, কারখানা কিংবা বসত ভিটা নয়
এ আগুন বাংলার বুকে, পিঠে, সারা গায়
লোভ কিংবা ক্ষমতার ঈর্ষান্বিত দায়
ভালো থেকো দেশ আমার;
সন্তান ছাড়া যদি ভালো থাকা যায়!