বুঝলেন দাদা-
আজ মনটা ভীষণ খারাপ,
ওমা সে কী?
ও কথা মুখে আনাই পাপ!
না দাদা, সত্যি বলছি-
এই যে ধরলুম কান!
এ হে হে, করছোটা কি?
রইলো না আর মান।
আচ্ছা! শুনি তোমার-
মন খারাপের কারণ?
না মানে, হয়েছে কী?
ঐ যে নতুন ব্যবসাটাতে-
খেয়ে গেলুম ধরা,
এই জীবনে বাঁচবো না আর-
ভালই হবে মরা!
আহা! আহা!
বলছো-টা কী যাহা তাহা?
কিসের ব্যবসা? কিসের ধরা?
শুনি, দেখি, কি যায় করা?
ঐ যে দাদা, শেয়ারবাজারে-
কিনেছিলাম শেয়ার,
দরপতনে সবই গেছে-
কিছুই নেই আর দেয়ার!
কিসের শেয়ার? কিসের পতন?
বলবে কি না, করে যতন?
আমার বাপু ঘুরায় মাথা-
বুদ্ধি যে নেই তোমার মতন।
ভালবাসার শেয়ারবাজারে-
শুনেছিলাম ভীষণ 'লাভ',
লোভের মাথায় বিনিয়োগে-
সব হারালাম, কি তাজ্জব!
বলুন দাদা, এই শরমে-
কোন নদীতে দেবো ঝাঁপ,
কোথায় গেলে মুক্তি পাবো?
খোদা আমায় করবে মাপ?
ওহহো হো হো, এসব ব্যপার?
পড়েছো প্রেমে?
পুরো মাথাই গেছে তোমার!
এই অসুখের দাওয়াই তো ভাই-
দেয়ার সাধ্য নেই আমার!
--বর্ধমান/২৫.০৪.২০১৮ ইং