আমি নাহয় চলেই গেলাম-
দূরের হিমালয়ে,
এই পৃথিবীর শিলালিপিতে-
নামটি যাবে রয়ে।
দুর্যোগের সভ্যতায় আর-
পঙ্কিলতার স্বর্ণযুগে,
নাইবা পেলাম ভালবাসা-
মিছেমিছি ভিখ্ মেগে।
মানবিকতার আকালযুগে-
পাষবিকতার উল্লাস,
অধার্মিকতার মিছিলে যেতে-
গলায় নিলাম ফাঁস।
ধর্মবাদের অপবাদী হয়ে-
নাইবা পেলাম সুশীল খেতাব,
বিরুদ্ধতায় মত্ত হয়ে-
বকে গেলাম পাগলপ্রলাপ।
ঐ শিশুটিও জেনে যাবে-
হাজার বছর পরে,
এক পাগলে জ্বেলেছিল-
সত্য বাতি অন্ধকারে।
জানি, পৃথিবীর সব আলো-
নিভে যাবে একদিন,
তবে, জেনে রেখো বন্ধু-
সত্যের বাতি জ্বলে চিরদিন।
(০১.০১.১৪২৩ বাংলা)