কোন মুল্লুকে পড়লাম মোরা-
সবখানেই হরিলুট,
ইয়ো প্রজন্ম কথায় কথায়-
জানায় যে স্যালুট!
এ তো ছিলো বঙ্গাল মুল্লুক-
কেমনে হলো মগের?
সৎ লোকেদের পুড়ছে কপাল-
জয়টা হচ্ছে ঠগের!
সময়টা যে যাচ্ছে না ভালো-
চলছে মাৎস্যন্যায়,
মধ্যযুগ কি এলো ফিরে?
চারদিকে শুধু অন্যায়!
বর্বরতার পরেই নাকি-
এসেছিলো সভ্য যুগ,
সভ্যতার নেই যে বালাই-
সে-ই তো মগের মুল্লুক!
ইন্দো-চৈনিক, রুশ-মার্কিন-
সব তো গেছে মিলে,
নাফ নদীটা রক্তে ভাসে-
কষ্ট লাগে না দিলে!
মগ জাতিকে দিচ্ছে অস্ত্র-
রোহিঙ্গাদের ত্রাণ,
হত্যাকাণ্ডের হোতা ওরা-
করছে শুধুই ভান!
শেখ হাসিনা কি করলেন ভুল-
হিসেবটা গোলমাল?
মানবতার জয়গান গেয়ে-
পরিস্থিতি টাল-মাটাল!
যা হয় হোক- হবে তো একটা,
আমার তাতে কী?
বঙ্গাল মুল্লুক হবে মগের-
থাকলো না ধ্বংসের বাকি!
--রচনাকাল : ১৪.১০.২০১৭ খ্রি: