আমি নখ-দন্তহীন কাপুরুষ এক-
মাঝরাতে বিদ্রোহ করে বিবেক,
নীরবে একাকী সংগোপনে-
কেঁদে ওঠে মন ক্ষণে ক্ষণে।
এই রাত্তিরে বাহিরে আঁধার
ঘরখানি আজ শূণ্য অসার।
নিষ্পলক তাকিয়ে দেখি-
দেয়ালে দেয়ালে বোবা ফটোগ্রাফ।
নিতান্তই অকেজো আমি,
ক্ষমতা নেই জোরে কাঁদিবার।
ঘুরছে পৃথিবী নিশ্চল আমি
হয়তো সময় এসেছে বিদায় নেবার।