সহাস্য বদনে কম্পিত নয়নে,
সদা সতর্ক থাকি বাক্য চয়নে-
বয়ানের তরে ভয়ানক ব্যাধি,
সলাজ অপমান না হতো যদি!
চাক্ষুষ বিভিষীকা রাক্ষুসে শব্দ,
এরচেয়ে ভয়াবহ বাক্য-তে জব্দ!
বাতাসের চেয়ে দ্রুত গুজবের বিস্তার,
মিথ্যার থাবা থেকে পাবে না'কো নিস্তার!
বাতিলের হাতে আজ সত্যের ঝান্ডা,
কি দিয়ে করি মোর মাথা-টা ঠান্ডা!
লাগেনা ভাল ভাই, নেই মনে শান্তি,
কিভাবে করি দূর মগজের ক্লান্তি?
বই পড়ি, গাই গান -সবখানে ভ্রান্তি,
বাতিলের বুকে আজ চালাবো খুন্তি!
অসহায় হয়ে তাই করেছি ভীষণ জেদ,
ধুয়েমুছে সরাবো সামাজিক ভেদাভেদ।
রচনাকাল: ০৯.১০.২০১৭ খ্রি: