(১)
প্রভুর আদেশ মেনে মোরা জগৎ পথে চলি,
সৃষ্টি যিনি করলো মোদের তার গুণগান বলি
ধর্ম বিভেদ না করে আজ চলি ধর্ম পথে
ধর্ম যারা না মানে আজ দু'পায় তাদের দলি।
(২)
সৃষ্টির সেরা মানব তুমি বিশ্ব জগৎ পথে
অসৎ কর্মে না জড়িয়ে চলো সঠিক রথে
হালাল ভাবে কামাই করে হারাম বর্জন করি
হারাম খেলে জীবন সুখী হয়না কোন মতে।
(৩)
ব্যবহারটা করো ভালো যদ্দিন আছো ভবে,
সম্মান সবার পেতে হলে মন্দ ছাড়ো তবে
অসম্মানের পাত্র হয়ে থাকবো না আর কভু
ব্যবহারে রতন মিলে জগৎ সুখের হবে।
(৪)
ভালোবাসা থাকলে মনে ভালো সবাই বাসে,
গরীব দুখী ভেদ না করে দাঁড়াও সবার পাশে
সুখে দুখে বিলিয়ে দাও নিজের দেহ খানা
ভালোবাসায় ভরবে জীবন জাগবে নতুন আশে।
(৫)
জগৎ পথে সবাইকে ভাই মরতে হবে জানি,
সাড়ে তিন হাত মাটির ঘরে থাকবে দেহ খানি
খারাপ কাজে লিপ্ত হলে জ্বলবো জাহান্নামে
সব জেনেও স্রষ্টাকে আজ মোরা নাহি মানি।