জগতের ধরাপথ আষাঢ়ের আগমন,
নীলাকাশ ঘণমেঘ ধারাপাত প্রতিক্ষণ।
নড়ে গাছ বাতাসেই ঝড়ে ঠিক নড়ে টিন,
কেন তাই মনে হয় বিধাতার বাড়ে ঋণ।
বাদলের মিঠে জল মেলে চোখ চাষা মাঠ,
ফোটে ফুল চাষামন বাড়ে তার নবঠাট।
সবুজের তরুবন চারিদিক ভরে রয়,
ছোটে ব্যাঙ জলাশয় মনে তার লাগে ভয়।
নদীপথ ডুবে রয় জলে তার শোভা পায়,
জেলেগণ ধরে মাছ কাঁদা তার মাখে গায়।
ছুটে যায় তরুদল বাগানের সীমানায়,
মেঠোপথ কাদাময় ছুটে যায় খালি পায়।
যতোদূর সুমধুর ঝরোঝর বরিষণ,
ভিজে গায় হেলে যায় সুখে তার ভরে মন।
মেঘেদের আনাগোন দিনে রাত করে পার,
ধরাকূল বিধাতার অপরুপ সবি তার।