অর্ধাঙ্গিনীর হইলো সম্ভাষণ
একান্ত রত রইলো সারাক্ষণ
চিত্ত জুড়েই দ্বীপ্তি,
অজ্ঞাত কাব্য করিলো গ্রাস তারে
দিয়াছে কথা অক্লেশী চিত্ত যারে
অপ্রীত তার তৃপ্তি।
শত স্বপ্ন বিনষ্ট তবে আজ
ভাবিয়াছিনু রূপ যৌবন সাজ
সঁপিব তার পায়,
নিরুপদ্রব চিত্তে রচিল যত
বহ্নি দাহনে চিত্তে হইলো ক্ষত
দগ্ধ হইলো গায়।
হতভাগিনী ভবিষ্যদ্বাণী বসু
নিভৃত আজ না-ই হইলো যশু
চিত্তে থাকিলো আশ,
চিরকালই রবো পরবাসিনী
শোধিতে নারি তব জীবনে ঋণী
হইলো পরবাস।