ভালোবেসে রও হেসে কাছে এসে প্রিয়া,
বাহুডোরে থাকি ঘোরে ভাবি তোরে নিয়া।
তুই ছাড়া করি তাড়া ভাবি সারাক্ষণ
আছে যেই আমাতেই তুই সেই জন।
দিনক্ষণে তুই মনে থাকি রণে ছুটে,
তুই কূল তুই ভুল মনে ফুল ফুটে।
দেখো পেতে আকাশেতে তাঁরা মেতে রয়,
চাঁদ তাঁরা আলো দ্বারা সুখী তারা হয়।
রবো ভালো তব আলো মোর জ্বালো মনে,
সুখী মনে দুইজনে রবো ক্ষণে ক্ষণে।
মন পাখি নিভে আঁখি মনে আঁকি ছবি,
পাশে রবো কথা কবো তোর হব কবি।
দুখ বয়ে স্মৃতি ক্ষয়ে কাব্য হয়ে লিখি,
পথ বেঁকে সুখ ছেঁকে তোর থেকে শিখি।
যারে আঁকো সুখে থাকো করো নাকো ছল,
বুক ভাসে তব আশে চোখে আসে জল।