কিছু মানুষ চালাক বটে
আড়ালে বিষ ঢালে,
মিষ্টি মিষ্টি কথা বলে
ফাঁসায় কথার জালে।
এমন ভাবে বলে কথা
শুনতে ভারি মিষ্টি,
আড়াল হতে দ্বন্দ্ব লাগায়
ঝগড়া করে সৃষ্টি।
ছদ্মবেশী মানুষ গুলো
কথায় যায়না চেনা,
একের কথা অন্যের কাছে
করে বেচাকেনা।
মায়ায় গড়া পরিবারকে
পৃথক তারা করে,
পাপের পাহাড় ঘাড়ে নিয়ে
নরক জীবন গড়ে।
পরের ঘরে আগুন দিয়ে
হয় যে ওরা খুশি,
দুধ কলা ভাত দিয়ে তাদের
নিত্য মোরা পুষি।