আহামরি--কি-যে করি
গরীব দুখীর কথা,
কত কষ্ট--দেখি পষ্ট
মনে লাগে ব্যথা।
সন্তান তাহার--কষ্টের বাহার
অনাহারে মরে,
ক্ষুধার জ্বালা--শূন্য থালা
হেলে দুলে পরে।
আছে বাপে--বৃক্ষ কাপে
শক্তি নাহি আছে,
মায়ের শ্রমে--কোন ক্রমে
অর্ধ খেয়ে বাঁচে।
আরো তিক্ত--মধ্যবিক্ত
হাজার স্বপ্ন আঁকে,
আসলে বাড়ি--সইতে নারি
লাজে মুখটা ঢাকে।
গরীব যুবক--শরীর চুবক
আছে কতো আশে,
হেলায় ধুলায়--মনটা ভুলায়
অশ্রু জলে ভাসে।