রাসেল তুমি পুষ্প ভ্রমর
এই বাংলার মাটি,
স্বপ্ন তোমার আকাশ ছোঁয়া
দিলটা বড় খাঁটি।

রাসেল তুমি আলোর মিনার
অন্ধকারের যম,
শ্যামল বাংলা গড়বে তুমি
নিয়েছিলে ধম।

রাসেল তুমি বাংলার বাহন
তেরো শত নদী,
কালো থাবা মুক্ত করবে
বাঁচতে পারো যদি।

রাসেল তুমি মায়ের স্বপ্ন
বাবার হৃদয় বাতি,
জেলে কামার চামার হবে
তোমার পরম সাথি।

রাসেল তুমি বাংলার হৃদয়
দুঃখী মানুষের ঘর,
আকাশ পাতাল জলে ভাসে
তোমার কণ্ঠস্বর।

রাসেল তুমি পাখির কণ্ঠ
সবার প্রিয় রূপ,
তোমার তরে খোকা হাসে
তোমার তরেই চুপ।

রাসেল তুমি নির্মল দিন
গ্রীষ্ম বরষ মাস,
তোমার দরুন সৃষ্টি বাংলায়
রক্তিম ইতিহাস।

রাসেল তুমি থাকবে অমর
লাল সবুজের প্রান্তরে,
তোমার জন্য থাকবে প্রণয়
সবার হৃদয় বন্দরে।