ভ্রাতৃত্ব ভগবান
----------এমআর রকি
টাই পরুয়া ভদ্দলোক বা
জুব্বা-গেরুর ধর্মপ্রাণ,
সে যদি হয় ভ্রাতৃত্বহীন
কি আছে তার মূল্যমান?
চোখ মেলে সে না দেখলে
পথের ধারের ফুলগুলো,
কিসের প্রেমে হয় সে প্রেমিক
ঘৃনায় যখন রয় ধুলো!
সেজদা দেয়ার দাগ কপালে
কিম্বা পুঁজার তিলক ছাপ,
না থাকলে ভ্রাতৃত্ববোধ
হয়কি মোচন মনের পাপ ?
রোগে শোকে কাতর প্রভূ
ছেঁড়া কাপড়ে গন্ধ গা,
নাক ঢেকে কি হয় ইবাদত
বললে পাগল দুরে যা ?
ভ্রাতৃত্বে হোক ভাব ভগবান
যাই হোক জাত-পাত,
মানুষ হয়ে মানব প্রেমে
বাড়িয়ে দেই দুই হাত।