দেখে লাভ নেই
কি আর করবে ওরা?
যারা দাসত্ব মেনে,
স্বেচ্ছায় বাঁচে কুকুরের মত।
প্রভুর পা চেটে একমুঠো-
ঝুটা এটোর জন্য তাহিতুহি,
দেখে লাভ নেই -
আর কিচ্ছু ভাবার নেই,
এবার ঘুরে দাঁড়াতেই হবে।
উঠতেই হবে,
উঠে দাঁড়াও বিপ্লবী।।
কারো মুখ দেখার সময় নেই।
ওরা ক্ষমতার লোভে -
ভুলে গেছে নিজ শৌর্য ,
ভুলে গেছে মায়ের সম্ভ্রম,
আপন রক্ত -
আপন জাতের বীর্য।
ওরা লাজ লজ্জাহীন,
আত্মমর্যাদা বেচে খাওয়া-
রাজাকারের প্রেতাত্মা।
জন্মে ওদের পাপ,
দেখে লাভ নেই ওদের-
ওদের জন্মই
এই জাতীর অভিশাপ ।
উঠে দাড়াও বিপ্লবী,
যদি মরতেই হয়
তবে একা কেন?
দু একটা হায়না মেরে
তারপরই মরো।
যদি আঘাতই সইতে হয়,
তবে আত্মঘাতী কেন নয়?
চিৎকার করে বলো -
চাইনা কুকুর জীবন
সিংহের মত মরে যাবো।
আমার উর্ধ্ব শির
অবাক হয়ে দেখবে ধরা,
কারোর মুখ চেয়ে লাভ নেই
কিচ্ছু করবেনা ওরা।
নিজেকেই নিজের
হিসেবটা মিলাতে হবে,
পিছলে গেলে রুখতে হবে।
পরে গেলে উঠে দাঁড়াতে হবে।
আঘাত এলে প্রতিরোধ
করতেই হবে।
উঠো, উঠে দাড়াও হে বিপ্লবী,
বাঁচাও বস্তি,
বাঁচাও কুলি মজুর- রিক্সাওয়ালা,
বন বাঁচাও, সমুদ্র বাঁচাও,
বাঁচাও প্রিয় বাংলাদেশ,
ওপার মেলেছে শকুনী দৃষ্টি
ওরা খাবলে খুবলে সব
করছে শেষ।
উঠো বন্ধু,
উঠে দাঁড়াও বিপ্লবী,
তর্জনী উঁচিয়ে বলো -
ওরা চাটারের দল,
আর আমারা মজুর - কৃষাণ,
প্রতিবাদ করে -প্রতিরোধ গড়ো ,
উড়াও বিজয় নিশান।।