কাছের মানুষরা সবসময় বলে
আমি নাকি অন্যকে দ্রুত পড়তে পারি!
তাই আমাকে কেউ ঠকাতে পারেনা।
বাস্তবতা হলো,কাছের বা দুরের
কাউকেই আমি উপলব্ধির বাইরে রাখিনা।
যাকে যেমন উপলব্ধি করি -
তাকে তেমনি উপকরণ ভাবি
আমার জীবন কবিতায়।
আর সেই কবিতার প্রতিটি লাইন,
প্রতিটি শব্দ,এমনকি প্রতিটি চিহ্নকেই
আমি খুব ভালোবাসি, খু-উ-ব।
যাকে ভালোবাসি তাঁর সাথে
ঠকা না ঠকা'র কি আছে?
আর কিবা আছে হার-জিতের?
কেউ হাসিয়ে গেলে মুগ্ধ হই,
কাঁদালে,উপকরণের উপলব্ধি
আমার অশ্রু মুছে দেয়।
তখন স্বপ্ন চোখে অরণ্য চুষী-
অনাগতের প্রতীক্ষায়।
তারপর একদিন অসংখ্য উপকরনে
ভুমিষ্ট হয়-উপলদ্ধির নবজাতক,
হয়তো হৃষ্টপুষ্ট নয়তো বিকলাঙ্গ।
তা যাই হোক,
কপালের চুম্বনতো একই হয়,
একই হয় ভালোবাসা।