আসবি ভেবে বুনেছি আমি
শব্দ সুতোয় নকশীকাথা,
দেখা হলে জড়িয়ে দিবো
ভুলিয়ে দিবো দুঃখ ব্যথা।
মুঠোয় মুঠোয় জোৎস্না দিয়ে
সাজিয়েছি আঁধার কুটির,
প্রহর গুনি আসবি ভেবে
কাব্য বাঁধি মটরশুটির।
আসবি ভেবে সামটা উঠোন
চকচকে বেশ মেঝেটাও,
পুকুরপারে জ্বলছে জোনাক
বহে মৃদুই দক্ষিণা বাও।
অনেক বড় পোটলা বোঝাই
হাজার রঙের গল্প দিয়ে,
না ঘুমানোর আয়োজনে
ব্যস্ত আমি স্বপ্ন নিয়ে ।
আসবি ভেবে কেউ খায়নি
উপোস আমার কবিতারাও
তুই এলেই জীবন পাবে
আমার ছোট্ট কাব্যগাঁও।
[ঘামের স্রোত ]