(রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা )
ভদ্দনোকের আঙ্গা গাতদি
অঁয় সাজে ভদ্দ !
গোছে গোছে কতা কয়,
কতার ভাও বুজে ভাল,
আগাল কি মধ্য।
অঁয় বেটা ভদ্দ!
মেলা পড়ানেকা কর্চে,
অম্পুর না আজশাই যায়্যা,
বড় বংস, পোদ্দার কি জমিদার -
নামের আগোত খন্দকার ন্যেকে
গরিরগুল্যার অক্ত চুষি খায়্যা।
আস্তাত দ্যাকলে এলাও ভয়ওতে
কাঁইও কাইও ছালাম দ্যেয়,
চামচারা জুতা উব্যেয়,
কাঁইও ট্যারচোকে দেকি-
এ্যরেয়া যায় জব্দ,
অঁয় বেটা ভদ্দ!
এলাও ঐ ভদ্দনোকেরা ওদানে আছে
চোক মুকোত অক্তের নিশ্যা
চাকরী দিবার কতা কয়া -
কত জনের টাকা মারি খাইল,
কেচ মামলার দালালী করি -
কতজনের খাইস্টা গাইল!
এ্যকনাও নোজ্জ্যা - শরম নাই ,
ছ্যাচরার হদ্দ,
অঁয় বেটা ভদ্দ!
বড় গেরোস্ত অঁয়, গ্রামোত দেওয়ানী -
কামলা কিষান খাটায়,
হালুয়ারা হাল চাষ করে -
আর অঁয় ফাকোতে বাঁশ ফাটায়!
উয়ের চোকত চাষাভুষারা ছোটলোক,
ফকির মিসকিনতো মানুষে নোয়ায়,
দরকারী মানষের মাতা সোত্তে
মিষ্টি কতাত ত্যাল দোয়ায়।
মোজ্জিদ মাদ্রেসার উঁচা পদত
বসি আছে ওই ওমরায়,
হালাল হারাম কিচ্চু দেকেনা -
চোক বন্দো করি খালি কামড়ায়!
চকচকা আঙ্গা গাত
কিন্তুক ভেতরোত নোয়ায় শুদ্দ,
অঁয় বেটা ভদ্দ!