কতটা অমানুষ আমি
বোধয় আজই বুঝলেন?
আজই প্রথম দেখলেন
আমি কতটা পাশাণ!
কতটা রুক্ষ, কর্কশ আমার কথন ভঙ্গি,
আমার হৃদয় নেই, আছে শশান।
হাসি মুখে আমি হৃদয় ভাঙি।
কারোর অপেক্ষা,
অবহেলায় উপেক্ষা করাটা
আমার পুতুল খেলা!
সকালে ভালবাসার চুম্বন
ছুরে ফেলি সন্ধ্যা বেলা!
জীবন নামের নাট্যমঞ্চে
হিরো নই - ভিলেন আমি,
কখনো জোকার,
কখনো পর্দার আড়ালের নাট্যকার।
নিখুঁত অভিনয়ে কাঁদতে হয়,
হাসতে হয়,
সাজতে হয়, নাচতে হয়,
কতকিছ্ইু করতে হয়,
সব কিছু শেষে
হাততালি দিয়ে আমি অমানুষ,
একজন দর্শক মাত্র।।