আল্লাহকে ডাকি ভগবানে ডাকি
ডাকি স্রষ্টা ডাকি ঈশ্বর,
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতী
আজ হয়ে আছে অনাদরে।
নরপশুরা হাসিয়া হাসিয়া
মানবেরে করে কোরবান,
এসব কি তার চোক্ষে পরেনা
যিনি খোদা যিনি ভগবান?
নির্যাতিত শিশুটি যখন
খোদা বলে দেয় চিৎকার ,
খোদাকি তখন শুনেনা সে ডাক
তবে হয়না কেন সুবিচার?
নাকি মসজিদে তখন কোরান পড়ে
মন্দিরে পড়ে গীতা,
গীর্জায় শুনে বাইবেল ধ্বনি
হাসেন জগৎ পিতা!
মাসুম বালিকা ধর্ষিত হয়ে
হারায় যখন আপন প্রাণ,
আল্লাহ বুঝি মগ্ন তখন
শুনেন তাসবীহ গুনগান!
শৈশব যখন বিত্তবানের
পদতলে হয় পিষ্ট,
নিরুপায় বুঝি খোদা হয় তখন
যেন সবি হয় অদৃষ্ট!
শোষিত আজ দেহে ঝরা ঘাম
নিষ্ঠা মূল্যহীন,
যেন ভগবান হাত ছোট হয়েগেছে
দৃষ্টি হয়েছে ক্ষীণ!
সততা আজ ক্ষমতার পায়
নতশিরে রয় পরে,
না দেখার ভানে ঈশ্বর কি
চক্ষু বন্ধ করে?
ওহে আল্লাহ ওহে ঈশ্বর
ওহে স্রষ্টা ভগবান,
দেখো মানবতা আজ মৃত্যুঞ্জয়ী
হারিয়ে মানব সন্মান।।
[কামনাহীন প্রতীক্ষা, বইমেলা ০৯]