ও মরন তুই দুরে চলে যা
ঘেষিস না মোর কাছে,
আর ক’টা দিন দেখি এ সমাজ,
আসিস না হয় পাছে।
এখনো অনেক বাকি আছে
দেখতে সমাজ রীতি,
ক্ষুধার্তরা ছিড়ে ছিড়ে খাবে
হৃষ্ট সমাজ পতি।
ভন্ড পীরের পূজা করা
সেজদা চিহৃ ভালে,
মারবে লাথি ভক্ত সবে
ঘুঙ্গুর বাজার তালে।
মানুষে মানুষে রবে না যেদিন
মারামারি হানাহানি,
মানুষ পরিচয়ে মানুষ রবে
উপাধি হবে না খুনি।
কেউ রবেনা যেদিন সংখ্যালঘু
কি মুসলিম কি হিন্দু,
সবাই রবে একই বৃত্তে
ঠিকানা একই বিন্দু।
তুই এলে যেদিন কাঁদবে সবে
আমি গাইবো হাসির গান,
ও মরণ তুই সেদিন এসে
নিয়ে যাস মোর জান।
ক্ষমতা লোভী ক্ষমতাবানদের
মুখোসটা না খুলে,
মরণ তুই, নিস না মোরে
ঠাঁই দিতে তোর কোলে।
যেদিন ধর্ম বর্ণ নির্বিশেষে
সবাই হবে আপনজন,
ও মরণ সেই দিন তোর
রইল নিমন্ত্রণ।।