তোমায় বলছি কষ্ট -
এবার ক্ষ্যান্ত দাও ,
বুকের ভিতর টায় যে -
চুর্ণ হবার কিছুই অবশিষ্ট নেই।
খুব একটা সময় লাগবেনা -
আবার কিছু স্বপ্ন জমতে,
আবার একটা -
বিশ্বাসের অংকুর গজাতে,
তখন নাহয় আবার এসো!
আমি বুক পেতে দিব
তোমার খঞ্জরে খুন হতে।
প্লিজ...কষ্ট ,
এবারের মত থাম !
অসার অনাদরের অমানুষটাতে
কি এমন পাও তুমি বলোতো?
যার পূজিঁ নেই প্রতিবাদের,
অশ্রু নেই ডুঁকরে কাঁদার,
নালিশ জানাবে -
সেই নাগরও নেই,
হারাতে হারাতে আজ
হার - জিতের পাল্লাটাও
হারিয়ে গেছে,
ছোট হতে হতে -
একেবারেই ধুলোকনা,
তোমায় যে বসতে দিবো -
সেই আসনটাও আজ নেই আমার।
তোমায় মিনতি করি -
সবুর করো।
মাত্র ক,খান দিনইতো!
তারপর এসো!
ক,দিনই বা লাগে কিছু মায়া জমতে?
হৃদয় আকাশে রং হাসতে?
তখন নাহয় বুক পেতে দিবো
তোমার খঞ্জরে খুন হতে।