রাষ্ট্র তুই চাইলে আমায় বাধতে পারিস শিকল দিয়ে,
বন্দী করে রাখতে পারিস
হাতের কলম ছিনিয়ে নিয়ে।
আমিও পারি তোর বুকেতে
শিকল ভেঙ্গে মারতে লাথী,
ফ্যাসিবাদের কবর দিতে -
হতেও পারি আত্নঘাতি।
রক্ত দিয়ে স্লোগান লেখি
আমিইতো সেই কাব্য বীর,
তরবারি নয় তাকবীরে হয়
তুই জালিমের ছিন্ন শির।