রংচঙে যত কবর পুঁজো
ভন্ডদের আয়োজনে,
দাও গুঁড়িয়ে লাথি মেরে সব
রাসুলের আহ্বানে।
ঝলমলে ঐ জরির পোশাকে
শয়তান সাজে পীর,
মসজিদ ফেলে পীর মুরিদে
দরগায় করে ভির।
মারেক লাথি ওরে ও সাথি
তাড়িয়ে দে সব ভন্ড,
জাহেল ওরা জাহেলিপনাই
নিত্য ওদের কান্ড।
ধর্মের নামে ব্যাবসায় ওদের
স্রষ্টা হয়েছে পণ্য,
টাকার বিছানে ঘূমায় পীরে-
মুরীদের ঘর শুণ্য।
কাপ্টারে চড়ে - পীরবাবা ঘুরে-
মুরীদান হেটে চলে,
লাখ লাখ টাকা নেয় হাতিয়ে
ঠাকুমার ঝুলি বলে।
নাচানাচি করে জিকির তালে
নর নারী এক হয়ে,
মূর্খরা দেয় মাজারে সেজদা
শিন্নি খিচুড়ি খেয়ে।
খোদার জমিনে ভন্ড যত
আছে পীর বেশ ধরে,
আমল ক্ষেকো দাজ্জাল ওরা
ঈমান ধ্বংস করে।
আপদ বিপদে এক আল্লাহ্'র
করে যারা সদা ধ্যান,
সত্য পথের বীর সিপাহী -
ওরাই সাচ্চা মুসলমান।
খোদার করুনা পাইতে যদি-
মাধ্যম লাগে দালালের,
সে খোদায় কভু সেজদা দিবোনা
উম্মত আমি রাসুলের।
জাগো মুসলিম রাসুল প্রেমিক
আল্লাহ্'র প্রিয় বান্দা,
দাও গুঁড়িয়ে কবর পুঁজার
আছে যত ভং ধান্দা।
যত আছে পীর হুক্কাহুয়া
ভুঁড়িমোটা ভূয়া ভন্ড,
শিরেক বেদাত কুফরি কালামে
সহসাই তাঁর কান্ড।
জাগো মুসলিম ঈমান আমলে
আঁকড়ে ধরে আলকুরআন,
সুন্নাতি হোক জীবন চলা
শান্তির হোক দুই জাহান।