ভালো আছো সখী একথা তুমি
ডাহাই মিথ্যে বলো,
আমি জানি তুমি হাজার কষ্টে
একা একা পথ চলো।।
জানি নকল হাসিতে লুকাও তুমি
আহত মনের ব্যথা,
প্রতিদিন প্রিয় যত্নে জমাও
হাজার না বলা কথা।
মনের আগুন নেভাতে তুমি
দু চোখে অশ্রু ঢালো,
ভালো আছো সখী একথা তুমি
ডাহাই মিথ্যে বলো।।
ছোট ছোট কিছু স্বপ্ন কুড়ায়ে
আঁচলে রেখেছো বাঁধী,
প্রিয় খাবারের সাধটুকু তুমি
হৃদয়ে রেখেছো রাঁধী।
প্রিয় মানুষের পথপানে চেয়ে
করেছো চোখের নিচে কালো,
ভালো আছো সখী একথা তুমি
ডাহাই মিথ্যে বলো।
[ঘামের স্রোত ]