মোল্লার কাছে নাস্তিক আমি
নাস্তিকে ডাকে মোল্লা,
গুড় চিনি বলে আমি নাকি নুন
নুনে ডাকে রসগোল্লা।
পুরুষরা ভাবে নারীবাদী আমি
নারী ভাবে আমি লম্পট,
পুলিশের কাছে চোরের দোস্ত
চোর দেখে দেয় চম্পট।
ফেসবুকে কেউ কবিতা পড়ে
বলে আমি এক পাগলা,
গুণীজন বলে কী যে সব লেখো?
কবিতার নামে ঘাপলা!
ধর্মের কথা এনে যদি বলি
এটাও রাষ্ট্রে দরকার,
বেঁকে বসে বাম সুশীল ভদ্র
আমি যেন পাকি সরকার!
স্বজাতি আর স্বদেশপ্রেমিক
মজিবের কথা বল্লেই,
কেউ বলে আমি ভারতের চর
পুড়িয়ে ছাড়বে মল্লেই!
বাসের আগুনে আসামীও আমি
বস্তি পোড়ার বিচার কই?
কুলি মজুরের হিস্যা চাইলে
ওরা বলে আমি ভদ্র নই।
মিডিয়া পাড়ায় চাটুকার আমি
দর্শকে দেয় হাততালি,
পুরুষ হয়েও তৃতীয় লিঙ্গ
সমাজ নোংরা দেয় গালি।
প্রতিবাদীরা ভীতু বলে ডাকে
ভীরুরা ডাকছে জ্যান্ত ত্রাস,
জ্বী হুজুর হলে সবাই বন্ধু
আর না হলেই সর্বনাশ।
মুখোমুখি আমি নিজের সাথেই
টক্কর মারে অন্যলোক,
ঘরে কি বাইরে প্রেম দেখালেই
মক্কর ডাকে ভীষণ জোক৷
রুক্ষ কন্ঠে হাঁক দিলে আমি
চামচারা বলে লোকটা ত্রাস,
মলিন বদনে নিচু গলা হলে
চণ্ডালও ভাবে আমায় দাস।