মনে রেখো
-- কবি অজ্ঞাত
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে
নব প্রেমের জালে,
তবুও মনে রেখো আমায় এসেছিলাম কোনকালে।
যদি নতুন সূয্যের আলোয়
সূচনা হয় নতুন প্রভাতে,
তবুও মনে রেখো সূয্য উঠেছিলো একদিন একবার তোমাতে।
যদি বাঁশি বেজে ওঠে তোমার
নতুন কোন সুরে,
মনে রেখো বাঁশি বেজেছিলো
কোন একদিন দুরে।
যদি প্রচন্ড ঝড়ে
সবকিছু কেপে ওঠে সপ্তসুরে
ভুলোনা যেন একদিন
বাধাঁ পড়েছিলে কোন বাহুডোরে।
ভুলে যেওনা কেউ এসেছিলো তোমার দ্বারে
ভুল করেও কভু ভুলে যেওনা তারে।
যাকে ভেবে চোখের পাতায়
আবাস গড়েছিলো রাত,
তাকে যেন আবার ভুলে যেওনা হঠাৎ।
যে তোমার প্রেমের প্রথম ফুলটি জন্ম দিয়েছিলো,
তাকে তুমি কখনো তুচ্ছ অতীতকালে পরিনত করোনা প্রিয়তম।
প্রেম ছিলো প্রেম আসবে জনম জনম ধরে
শুধু মনে রেখো যে এসেছিলো হৃদয়ের ঘরে।