প্রসাধনীর আস্তরনে যেদিন তোমাকে বিকৃত করা হয়েছে,
যেদিন তোমার কালো কে সাদা করার চক্রান্ত শুরু হয়েছে,
যেদিন সাদা কে আরো রঙিন করার ফানুস উড়ানো হয়েছে,
হে মহীয়সী,
তোমার অবমাননা তো সেদিনই শুরু হয়েছে!!
যেদিন থেকে বিজ্ঞাপনে তোমার অর্ধনগ্ন উপস্থাপন হয়েছে,
অল্পবসনা হতে যেদিন তোমাকে উৎসাহ দেয়া শুরু হয়েছে,
যেদিন থেকে তোমার নিত্যপন্যের মত হাত বদলের প্রথা চালু হয়েছে,
হে মহীয়সী,
তোমায় লাঞ্ছিত করার দরজা সেদিনই উন্মূক্ত করা হয়েছে!!
যেদিন তোমার দেহের আকৃতি নির্ধারণ করে দেয়া হয়েছে,
অতঃপর সেই আকৃতির গঠনে মনোহরি প্রসাধনী বাজারজাত হয়েছে,
বক্ষের আকৃতিকে যেদিন তোমার নারীত্বের প্রতীক করা হয়েছে,
হে মহীয়সী,
তোমার অধিকারের মূলৎপাটন সেদিনই চুড়ান্ত হয়ে গেছে!!
তুমি ছিলে মানুষ,
তোমাকে নারী বানানো হয়েছে।
তুমি ছিলে স্বাধীন,
তোমাকে দাসী বানানো হয়েছে।
অতএব জাগো হে মানবেশ্বরী,
নারী থেকে আবার তুমি মানুষ হয়ে ওঠো।
প্রসাধনীর পরাধীনতা থেকে মুক্ত কর নিজেরে,
পন্যের থেকে আবার তুমি দেবি হয়ে ওঠো,
আকৃতির কুসংস্কারকে ধুলিস্বাৎ করে দাও।
রমনী থেকে আবার তুমি হয়ে ওঠো মহীয়সী!!