আপন-পর
             -- কবি অজ্ঞাত।

শাঁখা সিঁদুরে কি হয়?
এটা ওর মঙ্গলের জন্য পরতে হয়,
এটা পরেই পতিভক্তিতে নিয়োজিত হইছি।
প্রতিদিন সকালে পতি পুজো করি,
দেখলি সবাই তোকে কত সহজে পর করে দিয়েছে..!

প্রেমিককে পর করে কিভাবে?
এই যে সবাই মহা আয়োজনে আশির্বাদ করলো,
সাতপাকে ঘুরে নিজেকে সমার্পণ করলাম,
কালরাত ফুলশয্যা মধুচন্দ্রিমা সবই তো হলো।
এখন আমি শুধু ওর মঙ্গল কামনায় ব্যস্ত।

শুধুই মঙ্গল কামনা কর?
প্রেমর আগুনে প্রতিনিয়ত পুড়ছে যেই মন,
প্রিয়জনের বিরহে যে চোখে বেদনার সাগর,
না পাওয়ার কষ্টে পাথর যে দেহ,
সে মঙ্গল কামনা ছাড়া আর কি করবে বল ?

সাতপাকে ওরা আমার দেহটাকে বেধেছে,
ফুলশয্যা আমার দেহ দখল করছে,
কিন্তু মনটা তোর কাছে হারিয়ে ফেলেছি আগেই।
সমাজকে বুঝাতে পারি কিন্তু মনকে তো পারিনা,
মন তো তোকে ভালবাসে যাচ্ছে,
তোকে ছাড়া আর কাউকে আপন করতে চাচ্ছেনা।