অপেক্ষা সেতো এক বড়ই যন্ত্রণা
এর যাতাকলে পরে বুঝেছি অপেক্ষার বেদনা।

যতই মোরা চাইনা কেন এ সময় দ্রুত পোহাতে
অপেক্ষার সময় শেষ হতে চায় না অতি সহজে।

শহরের সেই কোলাহল পূর্ণ পরিবেশে
নিজেকে খুব অসহায়ই লাগে
তারপরেও মোরা সময় কাটাই কাহারো সঙ্গ পেয়ে।

অপেক্ষার সময় মোদের শেষ হয় না বলেই নিঃসঙ্গ তাকে দুর করতে পোহাতে হয় অনেক  বিড়ম্বনাকেই।


শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।