আমার দেশ,সবার দেশ,স্বাধীন দেশ
আমার সোনার বাংলাদেশ।
রক্তের বিনিময়ে মোরা পেয়েছি দেশ
আমার সোনার বাংলাদেশ।
সাত বীরশ্রেষ্ঠের অবদানের ফলস্বরূপ
আমার সোনার বাংলাদেশ।
রাষ্ট্রীয় ভাষার মর্যাদার দেশ
আমার সোনার বাংলাদেশ।
১৬ কোটি মানুষের আত্বত্যাগের দেশ
আমার সোনার বাংলাদেশ।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের স্বাধীন দেশ
আমার সোনার বাংলাদেশ।
লাল সবুজ পতাকার দেশ।
আমার সোনার বাংলাদেশ।
স্বাধীনতার শ্রেষ্ঠ অপরুপ দেশ
আমার সোনার বাংলাদেশ।
সোনালি আঁশের স্বাধীন দেশ
আমার সোনার বাংলাদেশ।
গর্জে ওঠা স্বাধীন দেশ
আমার সোনার বাংলাদেশ।
শিক্ষার্থী - মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।