মনে যত কথা ছিল সব দিলাম আজ উজার করে,
যত্ন করে রেখে দিও তোমার মনের ছোট্ট কুটুরে।

হাজারো স্বপ্ন দেখেছিলাম তোমার আমার মাঝে
সত্যি হবে বলে ভেবেছিলাম কোনো এক শ্রাবণের সাঁঝে।

ভালোবাসার মাঝে ছিলনা কোনো কিছুর ভয়
মন দিয়ে ভালোবেসে পেলাম না শেষে তার জয়।

দোয়া করি মনের মানুষকে নিয়ে সুখে থাকো চিরদিন
আমার জন্য কষ্ট করে দিন গুনতে হবে না আর কোনোদিন

কি এমন ভুল ছিল আমাদের ভালোবাসার মাঝে
যে ভালোবাসার ফলাফল অজানাই ছিল সকলের কাছে।

চেয়েছিলাম ভালোবাসার মূল্য দিব দুজনার বন্ধনে
বিধাতার কি নিয়তি তা পূর্ণ হলো না কোনো ক্রমে।

জানতাম না আমাদের শেষ বিদায়টা হবে এমনো
সবকিছুই যে ছলনা ছিল সেটা জানা ছিল না আগে কখনো।


শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।