আমার যেতে ইচ্ছে করে নদীটির ঐ তীরে
সেথায় গিয়ে মনের কথা বলবো তটিনীরে।

হঠাৎ করে দেখতে পেলাম নদীর পানিতে
যাচ্ছে ভেসে অনেক কিছু সবার অজান্তে।

নদীর ধারে করছে যারা ইট পাথরের বাড়ি
পানির স্রোতে বিলীন হচ্ছে সবকিছু তাহারি।

নদীর ভাঙ্গন দেখে মানুষ করছে যে চিৎকার
পানির স্রোতে ভাসছে মানুষ করছে হাহাকার।

নদীর ধারে থেকেও যারা পারেনা সাঁতার
তাদের মতো কষ্টে বেঁচে নেই কেউ যে আর।

বিপদের সময় আল্লাহ্ নামটি স্মরণ করে যে সবাই
স্মরণ করার ফলেই তারা পাচ্ছে যে রেহাই।

নদীর ভাঙ্গন দেখে মানুষ করছে যে চিৎকার
পানির স্রোতে ভাসছে মানুষ করছে হাহাকার।


লেখা- ২১-০৫-২০১৯ ইং

শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।