হে প্রিয়তমা তোমার অপেক্ষায়
দিন গুনতে গুনতে আমি নিজেই সর্বহারা,
এতদিন ধরে কি দিয়েছ মোরে
শুধুই কষ্ট বেদনা ছাড়া।
তোমায় নিয়ে দেখেছি হাজারো
স্বপ্নের সমাহার পাইনি কোথাও
তোমার আমার পূর্নতার বাহার।
যতদিন যায় তোমারি আশায়
পাইনা কোথাও এতটুকু শান্তির আশ্রয়।
শুধু পেয়েছি জীবনের লক্ষ্যকে
পথভ্রষ্ট করার মত সময়।
তারপরেও আমি তোমাকে নিয়ে
কখনো ভাবিনি যে তুমি চলে যাবে
আমাকে অসহায়ত্বের মতো ফেলে।
শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।