মানুষের জন্য মানুষের প্রাণ
কেন কাঁদে না হায়,
মানুষে মানুষে হানাহানি আজ
মেতেছে যে হিংসায়।
মানুষ করছে মানুষকে হত্যা
মেতেছে জিঘাংসায়,
মানুষ হয়েছে মানুষের শত্রু
বাঁচার জন্য লড়াই।
হত্যা নয় বাঁচার মন্ত্র হেথা
কে শেখাবে আজি,
মানুষের নেশা মানুষ হত্যা
জীবন রেখে বাজি।
মানুষের তরে মানুষের প্রাণ
কেঁদে ওঠে না আর,
মানুষের বুকে মানুষেই হানে
ধারালো হাতিয়ার।
লেখাঃ- ১২-০৭-২০১৯ইং
শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।