নারী তুমি ওঠো জাগি
মেলে দুটি আঁখি,
বেরিয়ে এসো হয়ে মুক্ত পাখি।
নারী তোমরা নয়কো দাসী
নয়কো পুরুষের অধাঙ্গী,
মাথা তুলে দাঁড়াও নারী জাতি।
সমাজের মানুষ করবে লাঞ্ছনা-
আপন মানুষ করবে ছলনা,
তবে কর তুমি কিসের এত বন্দনা।
শোষিত সমাজে থেকোনা বন্দি
বিশ্বের সাথে দু হাত মিলিয়ে করো সন্ধি,
তবেই তোমরা বিশ্বে সফল নারী জাতি।
শিক্ষার্থী-মিজানুর রহমান
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।