মনে পড়ে গেল আবারো সেই
পুরনো দিনের কথা,
যে দিনের কোনো কিছুই হয়তো
আর মনে করতে চাইনি।
তারপরেও তোমার অগোছালো চাহনি
মনে করিয়ে দেয় সবকিছু,
যে চাহনিতে ছিল আমার সব
ভালোলাগা আর ভালোবাসা।
কিন্তু আজ কোনোটাই আর
ঠিকমতো আর মনে করতে পারছি না,
সবকিছু কেমন জানি হয়ে গেছে
নেই আর আগের মতো কোনোকিছুই।
সবকিছুর অন্তরালে ছিল তোমার প্রতি
আমার ভালোবাসা আর মনে ছিল তোমাকে
আমার করে পাওয়ার বাসনা।
শিক্ষার্থী- মো: মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।