মায়ের মতো করে কেহ করেনা আদর
মা যে মোদের নিত্যনতুন করে সমাদর।

মা ডাকটি অতি মধুর যদি থাকে ভাই
মায়ের বুকের ভালোবাসা কভু এ জগতে নাই।

মা যে আমার নিত্যদিনের ভালোবাসার মান
মায়ের কাছে গেলেই পাই কষ্টের সমাধান।

সন্তান যত অপরাধী হোক না কেন ভাই
মায়ের কাছে সন্তানের ভালোবাসার কমতি নাই।

কষ্ট করে মা যে মোদের করেছে লালন
মা আমাদের জীবনের এক অমূল্য রতন।


শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।