জানি একদিন....
আমি চলে যাব
এ দুনিয়ার মায়া ছেড়ে
পাড়ি দেব পরকালের সন্ধানে
মিশে যাব মাটির গহীন অন্ধকারে।
জানি একদিন....
আমি চলে যাব
কোনো এক অতীতের পাতায়
অখ্যাত সব মানুষের ভীড়ে
মিশে যাব আনন্দ ক্ষন পৃথিবী পাড়ি দিয়ে।
জানি একদিন....
আমি চলে যাব
দুনিয়ার সব মায়া-মমতাকে পেরিয়ে
মিশে যাব ছদ্মবেশে ঐ মাটির মানুষে।
লেখাঃ- ০১-০৬-২০১৯ ইং
শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।